রবিবার, ১৫ Jun ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

শেরে বাংলা ছিলেন উপমহাদেশের অমর রাজনীতিবিদ: তারেক রহমান

শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বাণী প্রদান করেছেন। বাণীতে তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অমর রাজনীতিবিদ। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিবেদিত ছিলেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো বাণীতে তারেক রহমান আরও বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ব্রিটিশবিরোধী আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং তিনি যে অবদান রেখেছেন তা দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

 

শেরে বাংলার অন্যান্য অবদান তুলে ধরে বিএনপি নেতা বলেন, ঋণ সালিশী বোর্ড গঠনের মাধ্যমে বাংলার কৃষক সমাজকে সমর্থন প্রদান, প্রজাস্বত্ব আইন, মহাজনি আইন, দোকান কর্মচারী আইন প্রণয়ন, এসব পদক্ষেপ বাংলার শ্রমিক-কৃষকদের ভাগ্যোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রেখেছে।

তারেক রহমান শেরে বাংলার অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা এবং দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার রাজনৈতিক আদর্শ আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ।

তারেক রহমান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের কল্যাণ কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024