রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

রাজনৈতিক মামলা প্রত্যাহার দাবিতে শিবিরের ৩ সপ্তাহের আলটিমেটাম

আগামী তিন সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি, এ টি এম আজহারুল ইসলামের মুক্তি ও সবার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে রাজপথে নেমে দাবি আদায়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্রশিবির। বুধবার (২৩ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

বিবৃতিতে তারা বলেন, ১৬ বছর ধরে ছাত্রশিবির ছিল ফ্যাসিস্ট সরকারের নির্মম নিপীড়নের লক্ষ্যবস্তু। নাগরিক অধিকার হরণ করে চাপিয়ে দেওয়া হয়েছে এক অঘোষিত নিষেধাজ্ঞা। হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে শিবিরের নেতা–কর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে। ঘরোয়া প্রোগ্রাম, মসজিদ, এমনকি নামাজরত অবস্থায়ও তুলে নিয়ে গুম-হত্যা করা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদী আমলে ১০১ জনকে শহীদ, সহস্রাধিককে পঙ্গু এবং অসংখ্য নেতা–কর্মীকে গুম করা হয়। বর্তমানেও ৭ জন গুম অবস্থায় রয়েছেন। এখনো ১১ হাজারের বেশি মিথ্যা মামলা বলবৎ আছে শিবিরের নেতা–কর্মীদের বিরুদ্ধে।

 

শিবিরের সভাপতি ও সেক্রেটারি জেনারেল বলেন, ২০০৮ সালে ক্ষমতা দখল করে আওয়ামী লীগ ফ্যাসিবাদের রাজত্ব কায়েম করে। জনগণের সাংবিধানিক অধিকার আদায়ের আন্দোলনেও নিরস্ত্র মানুষের ওপর চালায় বর্বর গণহত্যা। ছাত্র-জনতার সংগ্রামে প্রায় দুই সহস্রাধিক শহীদ এবং অগণিত আহত ও পঙ্গুত্ববরণকারীদের রক্তের ওপর ভিত্তি করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই গণহত্যার বিচার সম্পন্ন করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের উদাসীনতা লক্ষ করছেন তারা। অপরাধীদের বিপুল অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া এবং পুনর্বাসনের চেষ্টাও চলছে নানা মহল থেকে।

জুলাই অভ্যুত্থানের আট মাস পার হয়ে গেলেও আন্দোলনের অগ্রভাগে থাকা অংশীজনদের মিথ্যা মামলা নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ করে বিবৃতিতে আরও বলা হয়, এটি জাতির জন্য লজ্জার এবং গাদ্দারির শামিল। অবিলম্বে পল্টন, জুলাই, পিলখানা, শাপলা গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচারকার্য দ্রুত সম্পাদনের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আগামী তিন সপ্তাহের মধ্যে জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি, এ টি এম আজহারের মুক্তি ও ছাত্রশিবিরসহ সবার রাজনৈতিক মামলা প্রত্যাহার করা না হলে আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে নেমে দাবি আদায় করতে বাধ্য হবো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024