উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিমানবন্দর ও পাসপোর্ট তৈরিতে হয়রানি বন্ধ করা হয়েছে এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে সরকার। এসময় তিনি প্রবাসীদের সমস্যাসমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন
সংযুক্ত আরব আমিরাত থেকে বৈধ পথে রেমিট্যান্স ও আমদানী-রপ্তানিতে ভূমিকা রাখায় ২০২৪-২০২৫ সালে সিআইপি সম্মাননা পেয়েছেন ৫২ জন প্রবাসী।
শুক্রবার রাতে আমিরাত কমিউনিটির উদ্যোগে দেশটির আজমান উম্ম আল মোমেনিন উইমেন অ্যাসোসিয়েশনের হলে জমকালো আয়োজনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আহ্বায়ক ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সম্মানিত অতিথি ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমীএতে স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব শিবলী আল সাদিক।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আরব আমিরাতে ১২ লাখ প্রবাসী। পৃথিবীর অনেক দেশে ১২ লাখ জনসংখ্যাও নেই। আপনারা শুধু নিজ ক্ষেত্রে সফল হননি।
উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিমানবন্দর ও পাসপোর্ট তৈরিতে হয়রানি বন্ধ করা হয়েছে এবং প্রবাসীদের ভোটাধিকার প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করছে সরকার। এসময় তিনি প্রবাসীদের সমস্যাসমূহ দ্রুত সমাধানের আশ্বাস দেন।
জুলাই বিপ্লবের অংশ হিসেবে কারাবরণ করা প্রবাসীদের স্মরণ করে তিনি বলেন, যারা দেশের গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে একাত্ম হয়ে নিজেদের কণ্ঠস্বর তুলেছেন। যারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের কারাবরণে দ্বিধাবোধ করেননি এবং সর্বোচ্চ ত্যাগ দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না। তবে অন্তর্বর্তী সরকার তাদের কাজের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি পূরণের মাধ্যম কৃতজ্ঞতা স্বীকার করতে চায়। কামরুল হাসান জনি সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ, বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামান, উপদেষ্টার একান্ত সচিব মাহফুজুল আলম ভুঁইয়া, আয়োজনের সমন্বয় প্রকৌশলী সালাউদ্দীন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মীর কামাল, মুক্তিযোদ্ধা আমানুল কিবরীয়া, বাংলাদেশ সমিতি শারজাহ সাবেক সভাপতি শরাফত আলী, ট্যাপ ট্যাপ সেন্টের হেড অব গ্রোথ (বাংলাদেশ) সুদর্শন সুভাশীষ দাস প্রমুখ।