বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’ ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন- ব্রিগেঃ জেনারেল (অবঃ) আযমী

অনেক শহীদকে রাতের অন্ধকারে দাফন করে আওয়ামী লীগ : নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানে নাম না জানা অনেক শহীদকে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী রাতের অন্ধকারে রায়েরবাজার কবরস্থানে দাফন করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

শনিবার ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন, জুলাই গণঅভ্যুত্থানে নাম না জানা অনেক শহীদকে রাতের অন্ধকারে রায়ের বাজার কবরস্থানে দাফন করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বাহিনী। এই শহীদদের পরিবার এখনো অপেক্ষায় আছে তাদের স্বজনদের শেষ আশ্রয়স্থলের সন্ধান খুঁজে পেতে।

তিনি আরও লেখেন, জুলাইয়ের অজ্ঞাতপরিচয় এই নায়কদের পরিচয় বের করে তাদের স্বজনদের কাছে পৌঁছে দিতে সম্ভাব্য সবকিছু করছে অন্তর্বর্তীকালীন সরকার।

এদিন রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। শহীদদের কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপদেষ্টা শনিবার সকালে রায়েরবাজার কবরস্থানে যান।

কবর জিয়ারতের পর উপদেষ্টা শহীদদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না।

 

শহীদদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সবসময় শহীদ পরিবারের পাশে থাকবে। রায়েরবাজার কবরস্থানে দাফনকৃত অজ্ঞাত পরিচয়ের শহীদদের শনাক্তকরণের কার্যক্রম চলমান।

  1. শহীদদের পরিবার আর্থিক সহায়তা দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগামী মাসের শুরুতেই শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেওয়ার কার্যক্রম চালু হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024