মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, নিহত ৩ জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই দেশে ফিরলেন ট্রাম্প এবং রুবিও:ইসরায়েল-ইরান সংঘাত খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে: সারজিস উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানের আকাশেই তাদের দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের তেহরানের পূর্ব-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ এখনো ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়: তারেক রহমান

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাদাবির মৃত্যু, জামায়াত আমিরের শোক

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৬ এপ্রিল) এক শোকবাণীতে তিনি বলেন, গত ১৪ এপ্রিল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমাদ বাদাবি স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে কুয়ালালামপুরের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মালয়েশিয়ার রাজনৈতিক ইতিহাসের এক শান্তিপ্রিয় অধ্যায়ের অবসান হলো। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরও বলেন, ২০০৩ সালে প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর আব্দুল্লাহ আহমাদ বাদাবি মালয়েশিয়ার পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রধানমন্ত্রী হিসেবে আবদুল্লাহ দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেন এবং প্রযুক্তি ও অর্থনীতিনির্ভর মধ্যপন্থি ইসলামের পক্ষে অবস্থান নেন। ২০০৮ সালের সাধারণ নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বারিসান ন্যাশনাল জোট দেশের ইতিহাসে প্রথমবারের মতো সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা হারালে এর এক বছর পর ২০০৯ সালে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান।

শোকবাণীতে তিনি বলেন, মি. আবদুল্লাহ একজন শান্তিপ্রিয় নেতা ছিলেন। তিনি মালয়েশিয়ার স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য বিরাট অবদান রেখে গিয়েছেন। আমি আমার নিজের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তার জীবনের সব নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। তার পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি আমি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024