মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

জনস্রোত পেরিয়ে স্টেজে আহমাদুল্লাহ-আজহারী-হাসনাত: মার্চ ফর গাজা

মার্চ ফর গাজা’ গণজমায়েত কর্মসূচিতে যোগ দিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিপুল মানুষ সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যেতে শুরু করেছে। এতে শাহবাগ ও আশপাশে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। জনস্রোতে রাজধানী সব পথ যেন মিশে গেছে সোহরাওয়ার্দী উদ্যানে এসে।

ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টার দিকে মূল স্টেজে ওঠেন তারা। মূল স্টেজে ওঠতে গিয়ে ভিড়ে নাস্তানাবুদ অবস্থা জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ ও হাসনাত আব্দুল্লাহর।

 

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জোহরের নামাজ শেষে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির মিছিলে অংশ নেন তারা।ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে মাঠে উপস্থিত হয়েছে কয়েক লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024