শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

ভারতের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক গড়ে ওঠেনি: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, ভারতের সঙ্গে যেভাবে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হওয়া উচিত ছিল সেভাবে বন্ধুত্ব গড়ে ওঠেনি। ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে।

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ সম্পর্কে শনিবার (৫ এপ্রিল) এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।

মতিউর রহমান আকন্দ বলেন, ভারত বাংলাদেশের কাছের প্রতিবেশী। সবচেয়ে ঘনিষ্ঠ দেশগুলোর একটি ভারত। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’। আমাদের সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। এ দৃষ্টিকোণ থেকে ভারতের সঙ্গে যেভাবে সম্পর্ক হওয়া উচিত ছিল সেভাবে গড়ে ওঠেনি।

তিনি বলেন, ভারত সবসময় বাংলাদেশ থেকে নেওয়ার চেষ্টা করেছে। আর এতদিন যারা ক্ষমতায় ছিল (বিশেষ করে শেখ হাসিনা) তারা শুধু দেওয়ার চেষ্টা করেছে। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অনেক টানাপোড়েন আছে। এসবের মধ্যে রয়েছে গঙ্গার অবস্থান, তিস্তার পানিবণ্টন, সীমান্তে হত্যা এবং সর্বশেষ শেখ হাসিনা ভারত বসে যে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন সেটা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে আলোচনা হয়েছে সেটা বাংলাদেশের মানুষের যে মনোভাব সেটারই প্রকাশ হয়েছে। আমরা মনে করি, এ আলোচনা দেশের জনগণের আশা এবং স্বস্তির পরিবেশ তৈরি করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025