Editor Panel
- ৪ এপ্রিল, ২০২৫ / ১৮৬ Time View
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মণি পান্ডে।
শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকের ছবি প্রধান উপদেষ্টার দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেছে।
বাংলাদেশ আগামী দুই বছরের জন্য বিমসটেকের সভাপতিত্ব গ্রহণ করতে যাচ্ছে।
এর লক্ষ্য দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বৃদ্ধি করা। কারণ, এই ব্লকটি ক্রমবর্ধমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে বৃহত্তর সংহতকরণের চেষ্টা করছে।