বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজনে আল্টিমেটলি লাভ কার; লাভ তাদের যারা ভারতে পালিয়ে আছে। জাতির স্বার্থে এই বিভাজন দূর করে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধামতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, নেতা হতে হবে জনমুখী, ক্ষমতামুখী নয়। আপনি কোন নেতার পেছনে ঘুরবেন, কাকে সমর্থন দেবেন… এগুলো একটু বুঝেশুনে করবেন। নেতা যদি অত্যাচারী-নির্যাতনকারী হয়, নেতা যদি মানুষের অধিকার হরণ করে, জমি দখল করে, ওই নেতার আমাদের কোনো প্রয়োজন নেই।
ধামতী ইউনিয়ন ছাত্র প্রতিনিধি জাহিদুল বাবুর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বুয়েট প্রফেসর খোরশেদ আলম, দেবিদ্বার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তাদির যারিফ সিক্ত, নাগরিক কমিটির নাজমুল হাসান নাহিদ, স্থানীয় মুজিবুর রহমান, আন্দোলনে আহত হাবিবুল্লাহ বাছিরসহ অনেকে।