রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:২৯ পূর্বাহ্ন
“২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ”
বাংলাদেশ জামায়াত ইসলামী মেহেরপুর পৌর শাখা ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার এর আয়োজন করে। উক্ত আলোচনা সভা ও ইফতার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামী মেহেরপুরের আমীর মাওলানা মোঃ তাজউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমীর মোঃ সোহেল রানা ডলার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাহবুব উল আলম, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন। এছাড়া সাবেক পৌর আমীর মোসলেম আলী, মাও. রফিকুল ইসলাম, আব্দুর রউফ মুকুল, ডাক্তার আব্দুস সালাম, আল আমিন ইসলাম বকুল প্রমুখ। সঞ্চালনা করেন জনাব আব্দুস সালাম। প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজউদ্দিন খান বলেন স্বাধীনতার ৫৪ বছর পার হয়ে গেলেও আজও বাংলার মানুষ স্বাধীনতার পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পারে নাই। বেশ কয়েক বছর আমাদের পার্শ্ববর্তী দেশ একটি দলের কাঁধের উপর ভর করে সাধারণ মানুষের বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং গণতন্ত্রকে করেছিল ভূলণ্ঠিত। ২৪ এর ছাত্র জনতার আন্দোলনের অর্জিত হয় এক নতুন স্বাধীনতা। এখন সাধারণ মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও প্রকৃত স্বাধীনতা এখনো অর্জিত হয়নি। বাংলাদেশ নিয়ে চলছে দেশি এবং বিদেশীদের এক গভীর ষড়যন্ত্র। সাধারণ জনতাকে নিয়ে এই দেশের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। ষড়যন্ত্র রুখতে আমাদের এক কাতারে দাঁড়াতে হবে। প্রকৃত শান্তি পেতে হলে এবং মত প্রকাশের স্বাধীনতা পেতে হলে সকলকে ইসলামের ছায়া তলে আসতে হবে। এদেশে কোরআনের রাজ কায়েম করতে হবে। যে আন্দোলন প্রতিষ্ঠালগ্ন থেকে করে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলাম।