শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার মতিঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত অগমেন্টেড রিয়েলিটিসহ প্রথম রে-ব্যান স্মার্ট চশমা বাজারে আনলো মেটা আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফের নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি ড. ইউনূস নিরপেক্ষতা হারিয়ে একটি দলের দিকে ঝুঁকে পড়েছেন: ফয়জুল করীম নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সোহা গ্রেফতার বেনাপোল দিয়ে দুই দিনে গেল ৫৬ মেট্রিক টন ইলিশ পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে অন্য দেশও যোগ দিতে পারবে: খাজা আসিফ

সিলেটে ভারতীয় চিনি জব্দ

সিলেটে পাথর চাপা দিয়ে পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের আবাসিক এলাকার সামনে থেকে চিনি বোঝাই ট্রাকটি আটক করা হয়।

এসময় চিনি চোরাকারবারের সাথে জড়িত দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। জব্দকৃত চিনির মূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম

তিনি জানান, সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চোরাই চিনির চালান আসছে এমন খবর পেয়ে শাহপরাণ থানা পুলিশ সিলেট-তামাবিল মহাসড়কের দাসপাড়া মুসলিম স্কুলের পাশে চেকপোস্ট স্থাপন করে। রাত ১১টার দিকে একটি ট্রাক আটকে চালক ও তার সাথে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ হয়। পরে তল্লাশি করে দেখা যায় ট্রাকের উপরে প্রায় ৪০ ফুট ভাঙা পাথরের প্রলেপ দিয়ে নিচে ভারতীয় ২৯৮ বস্তা চিনি লুকিয়ে রাখা হয়েছে। প্রতি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৪ হাজার ৬০২ কেজি চিনি পাথরচাপা দিয়ে পাচারের চেষ্টা করছিল চোরা কারবারিরা।

এ ঘটনায় যশোর জেলার কেশবপুর থানার মধ্যকুল গ্রামের মো. রুহুল কুদ্দুস মিন্টুর ছেলে মো. নয়ন বিশ্বাসন (৩৪) ও একই জেলার মনিরামপুর থানার বাকশফুল গ্রামের মো. আবুল আজিজের ছেলে আবদুল্লাহ হোসাইন মুন্নাকে (১৯) আটক করা হয়। জব্দকৃত চিনির মূল মালিক অন্য এক ব্যক্তি বলে জানায় আটককৃতরা।

 

চোরাচালানের ঘটনায় শাহপরাণ থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024