রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
পলিটিক্যাল কাউন্সিল’ গঠন করবে এনসিপি জামায়াতের মিডিয়া বিভাগের প্রধান হলেন এহসানুল মাহবুব জুবায়ের শেরে বাংলা ছিলেন উপমহাদেশের অমর রাজনীতিবিদ: তারেক রহমান শেরেবাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী আজ হজযাত্রীদের জন্য অ্যাপ ‘লাব্বাইক’, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন ড. মুহাম্মদ ইউনূস শহীদ পরিবারের নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে: স্নিগ্ধ জুলাই আন্দোলনে শহীদ জসীম উদ্দিনের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিন্দুতে আমাদের পানি অথবা আপনাদের রক্ত বইবে: ভারতকে বিলওয়ালের হুঁশিয়ারি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকায় সমাবেশ

আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান

এত বড় গণঅভ্যুত্থান ও বিপর্যয়ের পরও আওয়ামী লীগ এবং তার অন্ধ সমর্থকদের মধ্যে শিক্ষাগ্রহণ ও পরিবর্তনের কোনো লক্ষণ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার (২৪ মার্চ) দুপুরে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে রোববার গভীর রাতে গ্রেফতারের গুজব ছড়িয়ে উত্তেজনা তৈরির প্রতিবাদে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার ও জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সব খবরই একটি সংঘবদ্ধ গোষ্ঠীর পরিকল্পিত অপপ্রচার। এরা সবাই পতিত আওয়ামী লীগের পেইড অন্ধ উগ্রবাদী সমর্থক। দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র-জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের ঘুরে দাঁড়ানোর যে সুযোগ এসেছে তা নস্যাৎ করতে এ চক্রটি কাজ করছে।

‘এসব হাস্যকর প্রহসন ও বালখিল্য তৎপরতা শেখ হাসিনার মাথা থেকে আসা স্বাভাবিক’- বলেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, গণঅভ্যুত্থানকালীন ২০২৪ সালের ৫ আগস্ট এবি পার্টির বিক্ষোভ সমাবেশে দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের একটি পুরোনো বক্তব্যকে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক সময়ের বক্তব্য বলে চালিয়ে দিয়ে যে বিভ্রান্তি তৈরি করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই। রাজনৈতিক দল ও নানা পক্ষের মধ্যে ব্যাপক অস্থিরতা চলছে। এসময়ে দেশের জনগণকে ধৈর্য ও ঐক্যবদ্ধ থেকে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামীপন্থি বেশ কিছু ব্লগার দেশে জরুরি অবস্থা জারি হয়েছে, বিভিন্ন ডিভিশন থেকে ঢাকা অভিমুখে সেনাবাহিনীর সদস্যরা মুভ করছে এবং এরই সূচনা হিসেবে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে মর্মে গুজব ছড়ানো হয়। রাতভর এ নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।এরই প্রেক্ষাপটে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024