রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

‘একমাত্র জমায়াত-শিবিরই দেশপ্রেমিক নাগরিক গঠনে চেষ্টা করে’

একমাত্র জমায়াত ও ছাত্রশিবিরই ছাত্রসমাজকে সৎ, যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। এমন দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার।

তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছর এক শ্রেণির রাজনীতিবিদ ছাত্র সমাজকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। বই-কলমের পরিবর্তে অস্ত্র, মাদক হাতে তুলে দিয়ে তাদেরকে অকালে ধ্বংস করার অপপ্রচেষ্টা চালিয়েছে। দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি এবং আলোকিত মানুষ গড়ার কোনো কর্মসূচি ছাত্রদের জন্য তারা দিতে পারেনি। একমাত্র জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরই এক্ষেত্রে ব্যতিক্রম।

রোববার (২৩ মার্চ) রাজধানীর মগবাজারের নাগরিক উন্নয়ন ফোরাম ঢাকা সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ডের উদ্যোগে মেধাবী ছাত্রদের নিয়ে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, অনেক রক্তে অর্জিত ২য় স্বাধীনতাকে আমাদের ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। আমাদের অনৈক্য, দায়িত্বহীন আচরণের কারণে এ বিজয় হাতছাড়া হলে তাদের জনতার কাঠগড়ায় দাঁড় করানো হবে।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের হাতিরঝিল পশ্চিম থানা সভাপতি সাজ্জাদ হোসেন শিহাব। হাতিরঝিল পশ্চিম থানা বায়তুলমাল সম্পাদক ইজাজ আহমদ শাহর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক কলিম উল্লাহ, হাতিরঝিল পূর্ব জামায়াতের সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, পশ্চিম সেক্রেটারি রাশেদুল ইসলাম, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের এইচআরডি সম্পাদক আব্দুল্লাহ আল মায়াজ, সাংস্কৃতিক সম্পাদক নাঈম ইসলাম জীবন, শ্রমিক নেতা সুলতান মাহমুদ, মাওলানা গোলাম মাওলা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024