বুধবার, ০২ Jul ২০২৫, ০১:২৮ অপরাহ্ন

ঢাবির কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষা বর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করবেন ৪৩ জন শিক্ষার্থী।

শনিবার সকাল ১১টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে একযোগে সকালে ১১ টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে পরীক্ষাটি।

বিভাগীয় কেন্দ্রগুলো হচ্ছে- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

এবছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪ আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৪৯৮ শিক্ষার্থী আবেদন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৩ জন শিক্ষার্থী।

ইতোমধ্যে শিক্ষার্থীদের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।

শিক্ষার্থীদের সকাল ১০ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে নিজেদের ড্যাশবোর্ডে আসন দেখতে পারবেন। 

পরীক্ষার বিষয়ে প্রবেশপত্রে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের মূলকপি সাথে নিয়ে আসতে হবে।

প্রশ্ন ও উত্তরপত্রে সকল লেখায় কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে। সকল ধরনের পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ।
এছাড়া সকল ধরনের ক্যালকুলেটর, ঘড়ি, মোবাইল ফোন, ব্লু-টুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র পরীক্ষার হলে নেয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর নিকট এরূপ কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি-পরীক্ষা সরাসরি বাতিল হবে।

২৫ জানুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ৮ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি https://admission.eis.du.ac.bd ওয়েবসাইটে দেখতে পারবেন শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024