মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

জাদুঘরের সামনে এনসিপির সমাবেশ শুরু

গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, তাদের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে আওয়ামী লীগকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা ও আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্তের দাবি জাননো হয়। এনসিপির কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হয়েছেন।

সমাবেশে দলের যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন বলেন, শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন, বিশ্বের কোনো দেশের প্রধানমন্ত্রী এভাবে পালিয়ে যাননি। সেনাবাহিনীর একটি অংশ আওয়ামী লীগকে সেফ এক্সিট দিয়েছে।তিনি বলেন, সচিবালয়ের বড় বড় কর্মকর্তা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় রেখেছেন, আশ্রয় দিয়েছেন। এখনো খুঁজলে অনেকের বাসায় আওয়ামী লীগের নেতাদের পাওয়া যাবে। আওয়ামী লীগের নেতাদের সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই অভ্যুত্থানে আহতের মাঝে বণ্টন করতে হবে। যে দল আগামী দিনে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাইবে, ছাত্র-জনতা তাদের প্রতিহত করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024