বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নদী খাল থেকে পারশে মাছের পোনা আহরণের অভিযোগে একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বগুড়ার খাল এলাকায় আটক এসব জেলেদের ট্রলারে থাকা ৫০ হাজার পিস পারশে মাছের পোনা ম্যানগ্রোভ এই বনের নদীতে ফের অবমুক্ত করা হয়েছে।
আটক জেলেরা হচ্ছেন ইউসুফ শেখ (৪৮), হাফিজ গাইন (৪৫), কামাল সানা (৪২), হালিম শেখ (৪০), শামিম শেখ (২৮), আজিজ গাজী (৩৮), জামাল শেখ (৪৫), হাবিব গাজী (৬৫), পিন্টু সানা (৪০) ও হাবিবুর রহমার সানা (৫০)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে।
সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সুরজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, মশারি জাল দিয়ে একটি পারশে মাছের পোনা আহরণ করতে ১১৯ প্রজাতির চিংড়ি, ৩১ প্রজাতির অন্য মাছের পোনা ও ৩১২ প্রজাতির জলজ প্রাণীর রেণু বিনষ্ট হয়। এতে করে সুন্দরবনের নদীখালে মাছের উৎপাদন কমে আসছে। এজন্য শুধু পারশে মাছের রেণু পোনাই নয়, সব মাছের রেণু পোনা আহরণ সুম্পূর্ণ নিষিদ্ধ করেছে সুন্দরবন বিভাগ। এই অবস্থায় সুন্দরবনের নদী-খাল থেকে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণের খবর আসে বন বিভাগের কাছে।