বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’ ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন- ব্রিগেঃ জেনারেল (অবঃ) আযমী

পারশে মাছের পোনা আহরণ, ১০ জেলে আটক

নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে নদী খাল থেকে পারশে মাছের পোনা আহরণের অভিযোগে একটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বগুড়ার খাল এলাকায় আটক এসব জেলেদের ট্রলারে থাকা ৫০ হাজার পিস পারশে মাছের পোনা ম্যানগ্রোভ এই বনের নদীতে ফের অবমুক্ত করা হয়েছে।

আটক জেলেরা হচ্ছেন ইউসুফ শেখ (৪৮), হাফিজ গাইন (৪৫), কামাল সানা (৪২), হালিম শেখ (৪০), শামিম শেখ (২৮), আজিজ গাজী (৩৮), জামাল শেখ (৪৫), হাবিব গাজী (৬৫), পিন্টু সানা (৪০) ও হাবিবুর রহমার সানা (৫০)। তাদের সবার বাড়ি খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন গ্রামে।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সুরজিৎ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, মশারি জাল দিয়ে একটি পারশে মাছের পোনা আহরণ করতে ১১৯ প্রজাতির চিংড়ি, ৩১ প্রজাতির অন্য মাছের পোনা ও ৩১২ প্রজাতির জলজ প্রাণীর রেণু বিনষ্ট হয়। এতে করে সুন্দরবনের নদীখালে মাছের উৎপাদন কমে আসছে। এজন্য শুধু পারশে মাছের রেণু পোনাই নয়, সব মাছের রেণু পোনা আহরণ সুম্পূর্ণ নিষিদ্ধ করেছে সুন্দরবন বিভাগ। এই অবস্থায় সুন্দরবনের নদী-খাল থেকে অবৈধভাবে পারশে মাছের পোনা আহরণের খবর আসে বন বিভাগের কাছে।

এমন খবরে বৃহস্পতিবার দিবাগত ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বগুড়া নদীর ঘাটে অভিযান চালায় বন বিভাগ। এসময় একটি ট্রলার আটক করা হয়। আটক করা ট্রলারে থাকা ১০ জেলের কাছ  থেকে ৫০ হাজার পিস পারশে মাছের পোনা জব্দ করা হয়। পরে তা সুন্দরবনের নদীতে ফের অবমুক্ত করা হয়।
আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024