বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
অনুশীলনের জন্য দরকার হলে রিহার্সাল নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’ ফুলিয়ে ফাঁপিয়ে অতীতের মতো রেজাল্ট দেয়া হবে না: শিক্ষা উপদেষ্টা নদীগুলোর পানি কমবে না, আগামীকালও ভারী বৃষ্টির আভাস-ফেনীর বন্যা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর এখনো অনেক সুযোগ রয়েছে: ভুটানি রাষ্ট্রদূতকে ড. ইউনূস যারা মাদরাসা শিক্ষার টুটি ধরতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে: ধর্ম উপদেষ্টা

নারায়ণগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় দর্গাবাড়ি মসজিদের সামনে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে জিহাদ পাঠান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জাহাঙ্গীর পাঠান জানান, রাত সাড়ে আটটার দিকে আমার ছেলের সঙ্গে বাড়ির পাশেই তার এক বন্ধুর কথা কাটাকাটি হয়। এর জেরে ধারালো অস্ত্র দিয়ে আমার ছেলের মাথা ও বুকে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে গুরুতর অবস্থায় আমার ছেলেকে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর থানার ইসলামপুর গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জে শিবু মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকি।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024