বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
গাইবান্ধায় তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। দুর্ভাগ্যবশত, সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, সাঘাটা উপজেলার টেপা পদুমশহর এলাকার মৃত লালু শেখের ছেলে নইমুদ্দিন শেখ (৬০) ও পলাশবাড়ী উপজেলার মনোহরপুর কাজিরবাজার এলাকার মৃত মাহাফুজার রহমানের ছেলে জুয়েল মিয়া (৫৫)।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডঃ আসিফ উর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই ব্যক্তিই শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। সম্ভব্য সবধরণের চিকিৎসা দিয়েও তাদের বাঁচানো সম্ভব হয়নি।
ডা. আসিফ আরও বলেন, টানা কয়েকদিন সূর্যের দেখা না মেলায় স্বাভাবিকভাবেই শীতের তীব্রতা বেড়েছে।
ফলে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যা বেশী। শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-কাশি, ও বয়স্করা শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসছেন। তাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।