সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে? অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি সই আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান সব জায়গা থেকে শেখ পরিবারের নামফলক মুছে ফেলতে হবে: অলি আহমদ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন : রিজভী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

হকার পিটিয়ে শাস্তি পেলেন ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতা

রাজধানীর নিউমার্কেট এলাকায় ফুটপাতের দখল নিতে হারুন নামের এক হকারকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের দুই নেতার বিরুদ্ধে। তারা হলেন— ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য (২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী) সিরাজুম মুনির নায়িব এবং (২০১৯-২০ সেশনের শিক্ষার্থী) দেওয়ান ফজলে হাসান নিওন। তাদের মধ্যে নায়িবকে পদ থেকে অব্যাহতি এবং নিওনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত পৌনে একটার দিকে ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে পরপর দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।

এরমধ্যে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা প্রথম প্রকাশিত বিজ্ঞপ্তিতে আহ্বায়ক কমিটির সদস্য ফজলে হাসান নিওনের উদ্দেশ্যে বলা হয়েছে, ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সেটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

দ্বিতীয় প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুম মুনিব নায়েবকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। একইসাথে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে।আর এ দুটি সিদ্ধান্তই ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন দিয়েছেন বলেও জানানো হয়েছে।এর আগে রাজধানীর নিউ মার্কেটের গ্লোব মার্কেট সংলগ্ন ফুটপাতে জায়গা দখলকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতার নেতৃত্বে হকার হারুনের ওপর মারধরের অভিযোগ উঠে। শুক্রবার (৭ মার্চ) দুপুরে ফুটপাতের দোকান থেকে ওই হকারকে ধরে নিয়ে গ্লোব মার্কেটের পার্শ্ববর্তী মেঘনা ফিলিং স্টেশনে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন মারধরের শিকার হকার মোহাম্মদ হারুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024