শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে ৬০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক ১২ লাখ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজাসহ মাসুম (৩০) নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তরা বিভাগ। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বুধবার ডিবি-উত্তরা বিভাগের একটি দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কুমিল্লা থেকে প্রাইভেটকারে গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের টিম। রাত ১১টা ৩৫ মিনিট নাগাদ দনিয়া এলাকায় গাঁজা পরিবহনকারী প্রাইভেটকারের গতিরোধ করে ডিবি পুলিশ। এসময় মাদক কারবারি মাসুমকে গ্রেফতার করে ডিবির টিম।

তিনি বলেন, গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১২ লাখ টাকা। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতার মাসুম পেশাদার মাদক কারবারি। উদ্ধার করা গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিষয়টি স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025