শনিবার, ২১ Jun ২০২৫, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করেছেন খামেনি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে: পুতিন দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ মিরপুরে ছাত্রলীগের ৪ কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার জামায়াত প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না: নূরুল ইসলাম বুলবুল দ্বীন কায়েমের প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের ওপর ফরজ: জামায়াত আমির সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই: নায়েবে আমীর ডা. তাহের সহাবস্থানের মডেল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শফিকুল ইসলাম ‘দেশকে দারিদ্র্যমুক্ত করতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’ শহীদদের দলীয়করণ করলে অবমূল্যায়ন করা হবে: ডা. জাহিদ

ঢাকায় কিশোর গ্যাং গ্রুপের সদস্য কানা রাব্বি গ্রেফতার

রাজধানী ঢাকার পল্লবী এলাকা থেকে আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা দে গ্রুপের’ সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

বুধবার (৫ মার্চ) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ভইরা দে গ্রুপের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রাব্বিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজধানীর পল্লবী থানা এলাকায় বেশকিছু কিশোর গ্যাং গ্রুপ সক্রিয় রয়েছে। যার মধ্যে ভইরা দে গ্রুপের সক্রিয় সদস্য রয়েছে ২০ থেকে ২৫ জন। এই গ্রুপের সদস্যরা পল্লবী থানার কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।র‍্যাবের এই কর্মকর্তা আরও বলেন, চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোর গ্যাংয়ের সদস্যদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে কিশোর গ্যাং ভইরা দে গ্রুপের বিরুদ্ধে বেশকিছু সংবাদ প্রকাশ হয়।গ্রেফতার রাব্বির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024