রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

শিরোনাম :
এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা গাজায় নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো ‘একমাত্র জমায়াত-শিবিরই দেশপ্রেমিক নাগরিক গঠনে চেষ্টা করে’ ইনভেস্টমেন্ট সামিটে আমন্ত্রণ পাচ্ছে বিএনপি, জামায়াত ও এনসিপি জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে সবাইকে কাজ করার আহ্বান তারেক রহমানের জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে সেনাবাহিনীর ইফতার ঈদের মার্কেট করতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ছেলে, হাসপাতালে মা ট্রেনে ঈদযাত্রা শুরু সোমবার মনোবল হারাবেন না, অভ্যুত্থানে আহতদের পাশে থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ৮

সময়মতো নির্বাচন যেন কথার কথা না হয়: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান সরকারকে আমরা যত সময় দিয়েছি তার বাইরে আর কত সময় দিতে হবে এটা যদি জানতে পারতাম! অবশ্য সরকার দাবি করেছে স্বচ্ছতার সঙ্গে এই বছরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সেই উদ্যোগ তারা হাতে নেবেন। এটা যাতে কথার কথা না হয়। তাহলে বাংলাদেশের জন্য ভালো কিছুই অপেক্ষা করছে।

সরকারের কাছে সহজ, স্বাভাবিক এবং সবার অংশগ্রহণে নির্বাচনের আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, আর যদি অন্যান্য সময়ের মতো কথা দিয়েও কথা না রাখা হয়, স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনে যদি ঘাটতি থাকে, তাহলে আবার ভয়ংকর বিপদের মধ্যে পড়ে যাবে।

সোমবার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক জামাল উদ্দিন জামালের লেখা ‘সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের বর্ণাঢ্য জীবন’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছায়াবীথি প্রকাশনী আয়োজিত এই প্রকাশনা উৎসবের সভাপতিত্ব করেন সোসাইটি ফর পিস অ্যান্ড প্রগ্রেসের চেয়্যারম্যান আলবার্ট পি কস্টা। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বইয়ের লেখক জামাল উদ্দিন জামালসহ আরও অনেকে।

বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী এবং রাজনীতিবিদদের মধ্যে পার্থক্য আছে উল্লেখ করে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, খারাপ লোকও আছে, ভালো লোকও আছে। সেই ভালো লোকদের একজন হচ্ছেন লে. জে. মাহবুবুর রহমান।

তিনি বলেন, এটা কিন্তু প্রথম গণঅভ্যুত্থান না। আজকে যারা গণঅভ্যুত্থান করে ফ্যাসিজমের হাত থেকে দেশ ও জাতিকে মুক্ত করেছেন সেইসব মহান শহীদদের সালাম জানাই। তারা ক্ষণজন্মা মানুষ, তরুন, এ জাতির ভবিষ্যৎ। তারা জাতি পুনর্নির্মাণে নিজেদের উৎসর্গ করেছেন। অনেকে আহত হয়ে বিছানায় আছেন। তাদের সুচিকিৎসা আমরা নিশ্চিত করতে পারছি না। বারবার তারা রাস্তায় নেমে আসছেন। কিন্তু নব্বইয়ের যে ছাত্র-গণঅভ্যুত্থান তখন কিন্তু ৩০ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব হয়েছিল। কিন্তু এখন কোথায় যেন আটকে যাচ্ছে বারবার। বুঝছি সংকট বাড়ছে, বুঝছি এভাবে চলতে পারে না, বুঝছি এটা যদি বেশি টেনে নিয়ে যাই ষড়যন্ত্রকারীরা লাভবান হতে পারে। জানার পরও একটি সাধারণ নির্বাচন, জাতীয় নির্বাচন দেওয়া হচ্ছে না।বিএনপির এই নেতা আরও বলেন, এদেশের মানুষ ১৫ বছর ভোটাধিকার পায় নাই, সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে, আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ভোটের দিকে যদি আমরা যেতে পারতাম, এটা আমার নিজের বক্তব্য, দলের বক্তব্য, তাহলে এই সংকট কিছুটা হলেও কাটাতে পারতাম। এই সংকট কাটাতে হলে আপনাকে বাস্তবোচিত পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024