রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক সেবা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।
সোমবার (৩ মার্চ) ডিএসসিসির নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সর্বোচ্চ দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের তাগিদ দেন ডিএসসিসি প্রশাসক।
তিনি বলেন, আপনাদের কাজের মাধ্যমে নাগরিকদের কাছে সিটি করপোরেশনের ভাবমূর্তি ফুটে ওঠে। আপনাদের সরব উপস্থিতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত হয়।সভায় ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডের পরিচ্ছন্নতা পরিদর্শকরা সরাসরি বর্জ্য ব্যবস্থাপনার বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ প্রশাসককে অবহিত করেন। এ সময় প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে ওয়ার্ডভিত্তিক ভাসমান বাজারের তালিকা প্রণয়ন, পরিচ্ছন্নতাকর্মীদের ডিজিটাল হাজিরা নিশ্চিতকরণ, নির্দিষ্ট সময়ের পর রাস্তায় ময়লা ফেলা বন্ধে সচেতনতা ও আইনের প্রয়োগসহ কর্মক্ষমতা ভিত্তিক প্রণোদনার ওপর গুরুত্বারোপ করেন। সভায় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ সফিউল্লাহ সিদ্দিক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।