রবিবার, ২৩ মার্চ ২০২৫, ১১:০০ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় অভ্যন্তরীণ প্লেন ভাড়া এবং গুরুত্বপূর্ণ কিছু মহাসড়কে টোল ফি কমানোর নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো। পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরের সময় এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনগোষ্ঠীর দেশ ইন্দোনেশিয়ায় গত শনিবার থেকে রমজান পালন শুরু হয়েছে। পবিত্র মাস এবং ঈদ উৎসবের সঙ্গে ‘মুদিক’ নামে পরিচিত এক বিশেষ প্রথা জড়িয়ে আছে, যখন লাখ লাখ মানুষ নিজ গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যান।ঈদের আগে রাজধানী জাকার্তা ও বন্দরনগরী সুরাবায়ার মতো বড় শহরগুলো থেকে বিপুলসংখ্যক মানুষ ট্রেন, প্লেন ও ব্যক্তিগত গাড়িতে যাত্রা করেন। এতে ট্রেন স্টেশন ও বিমানবন্দরগুলোর পাশাপাশি মহাসড়কগুলোতে প্রচণ্ড যানজট তৈরি হয়।প্রাবোয়ো জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের জন্য অভ্যন্তরীণ প্লেন ভাড়া কমানো হবে। এছাড়া ঈদুল ফিতর এবং বালির ‘নিয়েপি’ বা নীরবতার দিবস উপলক্ষে কয়েকটি প্রধান মহাসড়কের টোল ফি কমানো হবে।সরকারের এ উদ্যোগের লক্ষ্য হলো মুদিক প্রক্রিয়াকে স্বাচ্ছন্দ্যময় করা এবং মুসলিম জনগোষ্ঠীকে রোজা রাখা ও ঈদ উদযাপনে সহযোগিতা করা।সূত্র: শিনহুয়া