বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আবারও বলছি নির্বাচনের রোডম্যাপ কিন্তু দেওয়া হয়েছে। বিএনপি হয়তো বা নির্দিষ্ট ডেট চাচ্ছে।
তিনি বলেন, আমরা কিন্তু বলে দিয়েছি, অন্তর্বর্তী সরকার বারবার বলেছে, সব রাজনৈতিক দল যদি মনে করে কম সংস্কার করে দেশ নির্বাচনের দিকে ধাবিত হবে তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। আর রাজনৈতিক দলগুলো যদি আরও সংস্কার করে পরে নির্বাচন করতে চান সেক্ষেত্রে আরও তিন মাস দেরি হতে পারে। এরপর এপ্রিল থেকে কালবৈশাখী ঝড় ও বর্ষা শুরু হয় সেই সময়টা নির্বাচনের জন্য উপযুক্ত সময় না।শনিবার (১ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার।একজন গণমাধ্যমকর্মী শনিবার বিএনপির এক নেতার বরাত দিয়ে বলেন, ওই নেতা চলতি মাসের মধ্যে সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেছেন, এ প্রশ্নের জবাবে তিনি ডিসেম্বর অথবা মার্চের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান।