সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে? অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি সই আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান সব জায়গা থেকে শেখ পরিবারের নামফলক মুছে ফেলতে হবে: অলি আহমদ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন : রিজভী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

জাতীয় নাগরিক পার্টি পাহাড়সমান শক্তি দিয়ে রাজনীতি করবে: এ্যানি

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) স্বাগত জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাই। আমাদের বিশ্বাস, দলটি পাহাড়সমান শক্তি দিয়ে আগামী দিনে রাজনীতি করবে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে জুলাই-আগষ্টের গণঅভ্যুথানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়ে এক প্রতিক্রিয়ায় তিনি নিয়ে কথা বলেন।

এ্যানি বলেন, জাতীয় নাগরিক পার্টির আত্নপ্রকাশকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি। দলটি আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথ থেকে উঠে এসেছে। এরই মধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, বিশেষ করে বিগত ১৫-১৬ বছরের আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী যে শাসক ছিলো তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে বিএনপি। সর্বশেষ জুলাই-আগষ্টের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা মিলে একসঙ্গে ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছি।

দেশের বর্তমান সংকট ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দেশে বর্তমান ষড়যন্ত্র মোকাবিলায় এই মূহুর্তে প্রয়োজন সুদৃঢ় ঐক্য। যে ফ্যাসিবাদী শক্তি এখনো দেশে-বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত, তাকে মোকাবিলা করতে হবে। আমাদের ঐক্য নষ্ট করতে ফ্যাসিবাদীরা লুটের টাকায় দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।বিএনপি এই নেতার মতে, ষড়যন্ত্রকে মোকাবিলা করতেয ৫ আগষ্টের আগে আমাদের মধ্য যে ঐক্য ছিলো, তার চেয়ে বেশি দৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে। আমাদের মধ্য ছোটখাটো বিষয়ে মতানৈক্য থাকতেই পারে, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করতে হবে। আমার বিশ্বাস, আমাদের এই তরুণরা আগামী দিনে পাহাড় সমান শক্তি নিয়ে আগামীদিনে রাজনীতি করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024