শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

শিরোনাম :
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা ৫ দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন: এটিএম মাসুম আখতার হোসেন বলেন ,জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: পাটওয়ারী ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু নির্বাচন ছাড়া ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই: আমীর খসরু একই দিনে গণভোটের ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞার শামিল: জামায়াত নেতা শাহজাহান তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন: ডা. তাহের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যুগান্তকারী পদক্ষেপ: শিশির মনির

৫ দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোট এবং উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় নগরী রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা।

শুক্রবার (১৪ নভেম্বর) বাদ জুম’আ বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার উদ্যোগে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, প্রেসক্লাব, গ্রান্ড হোটেল মোড় হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জুলাই জাতীয় সনদের ভিত্তি দিতে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে জাতীয় সংসদ নির্বাচন, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ সহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, নভেম্বরে গণভোটসহ নির্বাচনের আগেই বিগত ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচার অবশ্যই করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও রংপুর মহানগরী শাখার আমির উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জামায়াতে ইসলামীর রংপুর মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, মহানগর সহকারী সেক্রেটারি ও রংপুর-১ গঙ্গাচড়া-সদর আংশিক নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত এমপি প্রার্থী রায়হান সিরাজী ও মহানগর সহকারী সেক্রেটারি আল আমীন হাসান বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025