সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
তামিমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবার ও বিসিবি ইতেকাফের সময় প্রয়োজনীয় বেচাকেনা করা যাবে? অস্ট্রেলিয়া থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরাতে চুক্তি সই আওয়ামী লীগের মধ্যে পরিবর্তনের লক্ষণ নেই: এবি পার্টির চেয়ারম্যান সব জায়গা থেকে শেখ পরিবারের নামফলক মুছে ফেলতে হবে: অলি আহমদ যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের শেখ হাসিনা রাইফেল দিয়ে ইতিহাস পরিবর্তন করতে চেয়েছিলেন : রিজভী আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা এসএসসি পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা, কোচিং বন্ধসহ একগুচ্ছ নির্দেশনা

জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে এবারের বাজেটে

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান বলেছেন, এবারের বাজেটে জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটবে। রংপুর অঞ্চল খুবই সমৃদ্ধ এখানে নূরল দীন, বেগম রোকেয়া ও আবু সাঈদের মতো বীরের জন্ম। কোন অঞ্চলকেই বৈষম্যের বেড়াজালে পড়তে হবে না। সকল এলাকাকে ট্যাক্সের আওতায় আনা হবে।

গত বছর ৪ লাখ ট্যাক্স রিটার্ন ছিল, এবার সাড়ে ১৪ লাখ ট্যাক্স রিটার্ন অনলাইনে পেয়েছি। ভ্যাট কমানোর বিষয়টি কঠিন হলেও এ বিষয়ে কাজ করা হবে। ব্যবসায়ীদের সারচার্জ বিষয়েও এবার কাজ করা হচ্ছে। সেরা করদাতা ও কর বাহাদুরসহ বিভিন্ন পুরস্কারপ্রাপ্তদের সম্মান জানানোর বিষয়টি সরকারের বিভিন্ন বিভাগকে জানানো হবে।
ভ্যাট রিটার্ন প্রক্রিয়া আরো সহজীকরণ ও ট্যাক্স প্রদানের বিষয়টি আরো কাজ করা হবে। বৃহস্পতিবার দুপুরে আরডিআরএস এর বেগম রোকেয়া মিলনায়তনে রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি ও জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ল্যান্ড রেজিস্ট্রেশন বিষয়ে আমরা কাজ করছি। এটি সহজীকরণ করা হবে।
রংপুরের উন্নয়নে তিস্তা মহাপরিকল্পনা বিষয়ে সরকারের দৃষ্টি আর্কষণ করা হবে। ১৮ কোটি মানুষের চোখকে ৩৬ লাখ মানুষের চোখ বানাতে হবে। আয়কর ও ভ্যাট নেট আরো বাড়ানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। রংপুর অঞ্চলের দীর্ঘদিনের বৈষম্য আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে কমানোর ব্যবস্থা নেয়া হবে। 

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আকবর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ড এর (করনীতি) সদস্য একেএম বদিউল আলম, জাতীয় রাজস্ব বোর্ড এর (ভ্যাটনীতি) ড. মোঃ আবদুর রউফ, ঠাকুরগাঁও চেম্বারের সভাপতি আলহাজ্ব শরীফ হোসেন, গাইবান্ধা চেম্বারের পরিচালক আব্দুল লতীফ হক্কানী, লালমনিরহাট চেম্বারের সাবেক সভাপতি কামরুল হাসান বকুল, কুড়িগ্রাম চেম্বারের সভাপতি মোঃ আব্দুল আজিজ মিয়া, রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক আলী আহমেদ চাঁন্দ, বিশিষ্ট ব্যবসায়ী কাওসার জামান বাবলা, বাংলাদেশ সংবাদ সংস্থা রংপুর বিভাগীয় প্রতিনিধি মামুন ইসলাম, বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেশনারী মালিক সমিতি, রংপুর বিভাগীয় সভাপতি মোঃ রিয়াজ শহিদ শোভন, বৃহত্তর রংপুর জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আমিন উদ্দিন বিএসসি, আমদানি-রপ্তানিকারক সমিতি, সোনাহাট স্থল এর আহবায়ক মোঃ ইফতেখারুল ইসলাম শ্যামা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাতি মোঃ সালেকুজ্জামান সালেক, বেরোবির একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ এর সহযোগী অধ্যাপক ওমর ফারুক, রংপুর জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজ, চেম্বারের সাধারণ সদস্য রশিদুস সুলতান বাবল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024