বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা শাহ আমানত বিমানবন্দরে ৩৫ লাখ টাকার স্বর্ণ আটক বৃহস্পতিবার সারাদেশে দোকান ও শপিংমল খোলা থাকবে: মালিক সমিতি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য ঐতিহাসিক মুহূর্ত হবে : প্রধান উপদেষ্টা মহীউদ্দীন খান আলমগীরের বিরুদ্ধে দুদকের মামলা ‘লকডাউন’ নিয়ে আতঙ্কের কিছু নেই, গুজবে কান দেবেন না: ডিবিপ্রধান রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের হুঁশিয়ারি ৮ দলের নাশকতা-অপতৎপরতা প্রতিরোধে ১৩ নভেম্বর রাজপথে থাকবে ৮ দল

বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা শুরু

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আয়োজিত আলোচনা সভা শুরু হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সভা শুরু হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ ও দোয়া করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও দলের জ্যেষ্ঠ নেতারা আলোচনা করবেন।

এর আগে দুপুর ১টা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন শাখার নেতাকর্মীরা সম্মেলন কেন্দ্রে আসতে থাকেন। তারা এসময় বিভিন্ন স্লোগান দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025