শনিবার, ২১ Jun ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করেছেন খামেনি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে: পুতিন দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ মিরপুরে ছাত্রলীগের ৪ কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার জামায়াত প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না: নূরুল ইসলাম বুলবুল দ্বীন কায়েমের প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের ওপর ফরজ: জামায়াত আমির সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই: নায়েবে আমীর ডা. তাহের সহাবস্থানের মডেল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শফিকুল ইসলাম ‘দেশকে দারিদ্র্যমুক্ত করতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’ শহীদদের দলীয়করণ করলে অবমূল্যায়ন করা হবে: ডা. জাহিদ

দখল-দূষণে অস্তিত্বহীন কুমার নদ

কুমার নদের নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছিল মাদারীপুরের চরমুগরিয়া বন্দর, টেকেরহাট বন্দর, রাজৈর উপজেলা। মাদারীপুরের কুমার নদী এক সময় ছিলো যৌবনা। সময়ের বিবর্তনে অযত্ন,অবহেলা আর দখল-দূষণে সেই নদী হারিয়েছে যৌবন।

স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এই নদী খননে দুই দফায় খরচ করা হয় ১২০০ কোটি টাকা।

তবে নদীতে স্রোত ফিরেনি। গচ্চা গেছে সরকারের এই বিপুল পরিমাণ টাকা। স্থানীয়রা নদীটি পুনরায় খননের দাবি জানান। পানি উন্নয়ন বোর্ড আশ্বাস দিলেন দখল মুক্ত করে নদী খননের।
 

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, দুই দশক আগেও মাদারীপুর থেকে খুলনা যাতায়াতের একমাত্র অবলম্বন ছিল এই কুমার নদী। মাদারীপুরের সাথে নৌপথে খুলনা, ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুরের যোগাযোগ ছিল। তখন এই নদীর যেমন ছিলো রুপ যৌবন আর তেমনই ছিলো গভীরতা।

খুলনা থেকে মাদারীপুরের চরমুগুরিয়া উদ্দেশ্যে ছেড়ে আসতো বড় বড় ষ্টীমার।

পানির গর্জন শুনে ভয় পেত নদীর পাড়ের বসবাসরত সাধারণ জনগণ। পালতুলে ছুটে যেত বড় বড় নৌকা। কালের বিবর্তনে যৌবনের উদ্দিপনা ও দুরন্তপনা হারিয়ে নদী আজ মৃত্যু প্রায়। 

স্বৈরাচার হাসিনা সরকারের আমলে কুমার নদী খনন করার সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের পক্ষ থেকে দুই কিস্তিতে ১২০০ কোটি টাকা খরচ করা হয়।

তবে কাজের কাজ কিছুই হয়নি। কুমার নদী এখনও মৃত্যু প্রায়। 

সরেজমিন দেখা গেছে, রাজৈর উপজেলা টেকেরহাট এলাকার কুমার নদের জমি দখল করে অনেকেই স্থাপনা নির্মাণ করেছেন। দখল আর দুষনের অস্তিত্বহীন কুমার নদী। সরু খালের মত বয়ে চলছে। নেই পানির ¯্রােত। কোথাও কোথাও নদীর মাঝেই সবুজ ফসলের ক্ষেত। প্রতিনিয়ত দূষিত হচ্ছে। দূষণ আর অবৈধ দখলের কারণে নদটির এখন আর আগের রূপ নেই। নদের বেশকিছু অংশ এতটাই দূষিত হয়েছে যে, দুর্গন্ধে পশু-পাখিরাও এর পানি পান করতে পারে না।

স্থানীয় বাসিন্দা মোকসেদ শেখ জানান, এই নদের পানি আগে সব কাজে ব্যবহার করা হতো। কিন্তু এখন ময়লা-আবর্জনায় দূষিত হওয়ায় পানি ব্যবহার করা যায় না। নদীতে এখন গোসল করা তো দূরের কথা, পানির দুর্গন্ধের কারণে কাছেই যাওয়া যায় না।

আরেক বাসিন্দা মিনহাজ হাওলাদার বলেন, পরিবেশ রক্ষায় কুমার নদের দূষণরোধে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। কয়েক বছর আগে এই নদী খননের জন্য ১২০০ কোটি টাকা খরচ করা হয়। অথচ এখন এই নদীর অস্তিত্ব নেই।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের চৌধুরী জানান, নদী খননের জন্য ডিপিপি প্রনয়ন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনেক আগে বিআইডব্লিউটিএ এর মাধ্যমে নদী খনন করা হয়েছিল। অবৈধ দখল উচ্ছেদেও কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024