রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিপ্লবের সার্টিফিকেট নিতে যেতে হবে চুপ্পুর কাছ থেকে, তার মানে হল আমি জাস্ট ছোটো হাসিনার কাছ থেকে নেব। সার্টিফিকেট যদি নিতে হয় তাহলে ছোট হাসিনার কাছ থেকে নেব কেন? তাহলে ডাইরেক্ট হাসিনার কাছ থেকেই নেব।
তিনি আরও বলেন, আসলে ওনারা বড়টার কাছ থেকে নিতে চায়। বলতে পারে না, এই কারণে চুপ্পু কাছ থেকে নিতে চায়, এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই এর সার্টিফিকেট নিতে হয়, এর চাইতে আমাদের সবাইকে বিষ খেয়ে মরে যাওয়া ভালো। আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো। আমি তো বাদ একজন যদি আহত যোদ্ধাকে যদি বলেন চুপ্পু কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে রাজি করাতে পারবেন না।
শনিবার (১ নভেম্বর) পটুয়াখালী জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন এনসিপির কমিটির যুগ্ম সদস্য সচিব এডভোকেট জহিরুল ইসলাম মুছে। বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম মুখ্য সংগঠক ড. মাহমুদ আলম মিতু, বরিশাল বিভাগীয় সংগঠক এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
এছাড়াও পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।