রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতকে নিয়ে আলালের বক্তব্যের তীব্র নিন্দা চুপ্পুর কাছ থেকে জুলাই সার্টিফিকেট নেয়ার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভালো: হাসনাত বিএনপির এক গডফাদারের চাঁদার টাকাতেই গণভোট সম্ভব: নাসীরুদ্দীন পাটওয়ারী নরসিংদীতে আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে রাখা অস্ত্রসহ গ্রেফতার ৮ চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে গণ-অনশন সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে: ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের নির্বাচন কমিশন ভাগাভাগি হয়ে গেছে: হাসনাত আব্দুল্লাহ জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য: হাফিজ ভোলায় বিএনপি-বিজেপি দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ আ.লীগ ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে : সালাহউদ্দিন

ইসতিগফারে জীবিকা লাভের উপায়

মানুষের জীবনে জীবিকা, প্রশান্তি ও সমৃদ্ধির গুরুত্ব অপরিসীম। এগুলোর পেছনে তাকে ছুটে চলতে হয় অবিরাম। কিন্তু কোরআন ও হাদিস আমাদের জানায়, এসবের সবচেয়ে সহজ ও শক্তিশালী মাধ্যম হলো ইসতিগফার। আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা শুধু পাপ মোচনের জন্য নয়; বরং জীবিকা লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম।

কোরআনের সাক্ষ্য : আল্লাহতায়ালা পবিত্র কোরআনে নুহ (আ.)-এর কথা উল্লেখ করে বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তো অতি ক্ষমাশীল। (তোমরা তা করলে) তিনি আকাশ থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধনসম্পদ ও সন্তানসন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং নদীনালা প্রবাহিত করবেন।’ (সুরা নুহ : ১০১২)। হুদ (আ.)-এর বক্তব্য উল্লেখ করে বলেন, ‘হে আমার সম্প্রদায়, তোমরা ইস্তিগফার করো এবং আল্লাহর কাছে তাওবা করো। (তোমরা তা করলে) তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন।’ (সুরা হুদ : ৫২)।

ইসতিগফারের ফল : আল্লাহতায়ালা এই আয়াতে ইসতিগফারের ফল হিসেবে তিন ধরনের নেয়ামতের কথা উল্লেখ করেছেন-

১. ধারাবাহিক বৃষ্টি বর্ষণ।

২. সবুজ-শ্যামল বাগবাগিচা।

৩. সুমিষ্ট পানির নদীনালা।

ইমাম কুরতুবি (রহ.) বলেন, এ আয়াতগুলো স্পষ্ট প্রমাণ দেয়, ইসতিগফারের কারণে জীবিকা বৃদ্ধি হয় ও বৃষ্টি বর্ষিত হয়। হাফেজ ইবনে কাসির (রহ.) এর ব্যাখ্যায় বলেন, ‘যখন তোমরা আল্লাহর কাছে তওবা ও ইসতিগফার করবে এবং তার আনুগত্য করবে, তখন তোমাদের রিজিক বৃদ্ধি পাবে। আল্লাহ আসমান থেকে বরকত নাজিল করবেন, জমিনে বিভিন্ন প্রকার ফল-ফসল উৎপন্ন করবেন এবং প্রাণীদের ওলান দুধে পরিপূর্ণ করবেন। তোমাদের জন্য এমন সব বাগান সৃষ্টি করবেন, যেখানে থাকবে ফলমূল। সেই সঙ্গে এমন নদীনালা প্রবাহিত করবেন, যাতে থাকবে সুমিষ্ট পানির ধারা।’

হাদিসের প্রমাণ : নবীজি (সা.) বলেন, ‘যে ব্যক্তি বেশি বেশি ইসতিগফার করবে, আল্লাহ তার জন্য প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ খুলে দেবেন, প্রতিটি সংকীর্ণতা থেকে বের হওয়ার উপায় করে দেবেন এবং এমন জায়গা থেকে জীবিকার ব্যবস্থা করবেন, যেখান থেকে সে কল্পনাও করেনি।’ (মুসনাদে আহমাদ : ২২৩৪)

এতে তিনটি সুস্পষ্ট প্রতিশ্রুতি রয়েছে-

১. দুশ্চিন্তা থেকে মুক্তি।

২. সংকীর্ণতা থেকে উত্তরণ।

৩. অপ্রত্যাশিত উৎস থেকে জীবিকা।

ইসতিগফার শুধু পাপ মোচনের জন্য নয়; বরং জীবিকা লাভ ও বৃদ্ধির অন্যতম মাধ্যম। তবে শর্ত হলো, এটি যেন শুধু মুখের শব্দ না হয়; বরং জীবনের আমলে প্রতিফলিত হয়।

উত্তম উপভোগের ওয়াদা : আল্লাহতায়ালা কোরআনে আরও বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ইসতিগফার করো ও তাওবা করো, তাহলে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের উত্তম উপভোগ সামগ্রী দান করবেন।’ (সুরা হুদ : ৩)। ইবনে আব্বাস (রা.) বলেন, ‘এর অর্থ হলো আল্লাহ তোমাদের জীবিকা আর জীবনে প্রশান্তি ও প্রশস্ততা দান করবেন।’ ইমাম কুরতুবি (রহ.) বলেন, ইসতিগফার ও তাওবার ফল হলো প্রশস্ত রিজিক, সুখ-স্বাচ্ছন্দ্য ও বরকতপূর্ণ জীবন। কোরআন ও হাদিস উভয়েই স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসতিগফার শুধু পাপ মোচনের জন্য নয়; বরং জীবিকা লাভ ও বৃদ্ধির অন্যতম মাধ্যম। তবে শর্ত হলো, এটি যেন শুধু মুখের শব্দ না হয়; বরং জীবনের আমলে প্রতিফলিত হয়। মুখে ইসতিগফার করে পাপে লিপ্ত থাকা মিথ্যুকদের কাজ। তাই যারা জীবিকাপূর্ণ, প্রশান্তিময় ও সমৃদ্ধির জীবন কামনা করেন, তাদের জন্য ইসতিগফারই সর্বোত্তম হাতিয়ার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025