সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১১:২৯ অপরাহ্ন
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর ররহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে কোর্টের সময়সূচি হবে- রবিবার হতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা ১৫ মিনিট পর্যন্ত, এ সময়ের মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।
একইসঙ্গে অফিস খোলার সময়সূচি হবে, রবিবার হতে বৃহস্পতিবার সকাল ৯টা১৫ মিনিট থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত। এ সময়ের মাঝে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটিতে কোর্ট ও অফিস দুইই বন্ধ থাকবে।