বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত ফের খুলে দেওয়া হচ্ছে

পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পুনরায় খুলে দেওয়া হতে পারে। সোমবার (২০ অক্টোবর) জিও নিউজকে এমনটাই জানিয়েছে সূত্র। একদিন আগেই দুই প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সীমান্তজুড়ে ব্যাপক হামলার পর অক্টোবরের ১২ তারিখে পাকিস্তান তোরখাম ও চামান সীমান্ত বন্ধ করে দেয়।

সূত্র জানায়, দুই দেশের কর্মকর্তারা কোনো নতুন বিরোধ দেখা না দিলে সীমান্ত পুনরায় খোলার ব্যাপারে একমত হয়েছেন।

সীমান্তে সংঘর্ষ শুরু হয় ১১ ও ১২ অক্টোবরের রাতের মধ্যে, যখন আফগান তালেবান ও তাদের সহযোগীরা পাকিস্তানের সীমান্ত পোস্টে আক্রমণ চালায়।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর জানিয়েছে, সংঘর্ষে ২০০-রও বেশি তালেবান ও তাদের মিত্ররা নিহত হয়েছে, আর ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

পাকিস্তান কান্দাহার ও কাবুলে হামলা চালায়। ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা ১৭ অক্টোবর আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়।

পরবর্তীতে দোহায় দুই দেশ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান, দুই পক্ষের পরবর্তী বৈঠক ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে।

আফগান তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদও বিষয়টি নিশ্চিত করেছেন, তিনি বলেন, দুই পক্ষই একটি পূর্ণাঙ্গ ও অর্থবহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025