সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শনিবার বিকেলে নাটোরের বাগাতিপাড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এবং লালপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের সকল মুসলিমদের মসজিদ মুখী ও নামাজী হিসেবে গড়ে তুলতে পারলে দেশের অপরাধ প্রবনতা কমে যাবে। নামাজ মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। হিংসুক বা ছোট মনের মানুষ কখনো বড় কিছু করতে পারে না। নামাজ মানুষকে হিংসা থেকেও দূরে রাখে।
তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া চাকমা, মারমা ও সাওতালসহ ক্ষৃদ্র-নৃগোষ্ঠীর মানুষকে এগিয়ে নিতে আর্থিক ভাবে সরকার সহযোগীতা করছে। কোনো ধর্মের মানুষের কাজে-কর্মে বাঁধা, বাড়ি ঘরে বা ধর্মীয় উপাসনালয়ে হামলার কখনো কোনো ঘটনা ঘটলে সরকার বরদাশত করবে না, কঠোর ভাবে তা দমন করবে।
এ সময় উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নবাগত পুলিশ সুপার আমজাদ হোসেন, বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিসহ ধর্মপ্রাণ মুসল্লিরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইসলামী গবেষণা ও ধর্মীয় কার্যক্রমের প্রসার ঘটাতে ২০২৩-২০২৫ সালে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই তিনতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হয়। দেশের ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন (২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে।