বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন

শিরোনাম :
গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: গাজী আতাউর পিআর হলে এমনও হতে পারে, দেশে কোনো সরকার গঠনই হবে না: মোশাররফ চট্টগ্রামের সংঘর্ষ বিএনপি সহজভাবে নিচ্ছে না: আমীর খসরু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চট্টগ্রামে ব্যবসায়ী হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার ৪ স্মারকলিপি নিয়ে যমুনায় যুগপৎ আন্দোলনরত দলগুলোর প্রতিনিধিদল ৫ দফা দাবি ১১ তারিখ পর্যন্ত আল্টিমেটাম, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ‘নো হাংকি পাংকি’, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই: ডা. তাহের অ্যাটর্নি জেনারেলের পদে থেকে নির্বাচন করতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

মেহেরপুর সীমান্ত দিয়ে ১৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

মেহেরপুরের গাংনীর কাথুলী সীমান্ত দিয়ে ১৪ জনকে ‌ঠেলে পাঠিয়েছে ‘পুশব্যাক’ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১৮ অক্টোবর) সকাল ১০টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী বিওপির সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাদেশের অভ্যন্তরে সীমানারেখার ১৩৩/৩এস পিলারের অভ্যন্তর দিয়ে বিএসএফ এই ১৪ জনকে হস্তান্তর করে। পুশব্যাক হওয়া এই ব্যক্তিরা সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। এর মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে প্রবেশ করেছিলেন। আসাম রাজ্যের তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশের কাছে হস্তান্তর করেন।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গী থানার জেলেল বস্তি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে হানিফুর রহমান (৩৮), তার স্ত্রী লুৎফা খাতুন (২৮), মেয়ে হাবিবা খাতুন (১২) আলিয়া খাতুন (১.৫) ও ছেলে হাবিবুল্লা (০৫)। এছাড়া একই এলাকার খাদেমগঞ্জ গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে বাবুল (৫০), তার স্ত্রীর আফরোজা খাতুন (৪৩), মেয়ে লাভলী খাতুন (২৫) শবনম খাতুন (১৯), ছেলে সাদ্দাম হোসেন (২৪), বেউরঝাকী গ্রামের আজগর আলী ছেলে তরিকুল ইসলাম (২৮), রত্নাই গ্রামের ধুনিবুলা মোহাম্মদের ছেলে আজিজুল হক (৪৫) ও লক্ষহাট গ্রামের আব্দুল লতিবের ছেলে হাসেম হাতেম ।

মেহেরপুর গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশব্যাক হওয়া ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025