বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না: গাজী আতাউর পিআর হলে এমনও হতে পারে, দেশে কোনো সরকার গঠনই হবে না: মোশাররফ চট্টগ্রামের সংঘর্ষ বিএনপি সহজভাবে নিচ্ছে না: আমীর খসরু ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১০৩৪ চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চট্টগ্রামে ব্যবসায়ী হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার ৪ স্মারকলিপি নিয়ে যমুনায় যুগপৎ আন্দোলনরত দলগুলোর প্রতিনিধিদল ৫ দফা দাবি ১১ তারিখ পর্যন্ত আল্টিমেটাম, অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ‘নো হাংকি পাংকি’, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই: ডা. তাহের অ্যাটর্নি জেনারেলের পদে থেকে নির্বাচন করতে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

সারজিস আলম- সরকার দায়সারাভাব দেখিয়েছে, তাই আমরা জুলাই সনদের অনুষ্ঠানে যাইনি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়সারাভাব দেখিয়েছে। তাই আমরা জুলাই সনদ সাক্ষরের অনুষ্ঠানে অংশ নিইনি।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘অনেক গুরুত্বপূর্ণ বিষয় ক্লিয়ার না করে যখন তাড়াহুড়ো করে দায়সারা সাক্ষর করা হয়, তখন আমাদের মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার জনগণের যে আকাঙ্খা, সেফটি না দিয়ে নিজেদের সেফটির কথা বারবার ভাবছে। কীভাবে দায়সারাভাবে এটা পার করা যায়, নির্বাচনের দিনটাতে যাওয়া যায়, তারা সেটা নিয়ে চিন্তিত।’

‘সেফ এক্সিট’ মানে দেশ ছেড়ে পালাতে হবে এমন না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ‘এখানে সেফ এক্সিট দেখা গেছে, কোনোমতে জুলাই সনদ নামকাওয়াস্তে সাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলেই হলো। এতে সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর নাই থাকুক, পরবর্তী নির্বাচিত সরকার তা বাস্তবায়ন করুন আর না করুক; তাদের কাজ কোনোমতে সাক্ষর করে যেতে পারলেই হলো।’

সারজিস আলম বলেন, ‘আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি। এই সনদে আমরা চেয়েছি প্রধান উপদেষ্টা এটার আদেশ জারি করবেন। আমরা ওই ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রপতির কাছ থেকে জারি অ্যাগ্রি করি না। আমাদের আহ্বায়ক অনেক আগে থেকেই বলেছেন, আমরা অনেক ছাড় দিয়েছি, ঘোষণাপত্রেও ছাড় দিয়েছি। ঘোষণাপত্র নামকাওয়াস্তে একটা রিটেন পেপার হয়ে বসে আছে, কোনো কার্যকরিতা আমরা দেখছি না। এরকম যদি সনদের ক্ষেত্রে হয়, তাহলে দেখা যাবে কিছুদিন পর অভ্যুত্থানটাই নাই। আবার কিছুদিন পরে দেখা যাবে এই অভ্যুত্থানে যারা যোদ্ধা ছিল, তাদেরকে বিভিন্নভাবে, বিভিন্ন কায়দায় অভিযুক্ত করে একেকজনকে মামলা দেওয়া হবে। এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ সাক্ষরের অনুষ্ঠানে অতিথিদের আসনে থাকার কথা ছিল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারদের। কিন্তু আমরা দেখলাম, একটা রাজনৈতিক দলের চুক্তির মিলনমেলা। না এখানে কোনো জুলাই যোদ্ধা বা শহীদ পরিবারের জন্য মর্যাদার আসন আছে, না কোনো ব্যবস্থা আছে। একটা পরিস্থিতিতে তাদের নিজের একটা ক্ষোভ তৈরি হয়। ওই ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে দেখিয়েছে। কিন্তু এটাকে অন্তবর্তী সরকার প্রশাসনের মাধ্যমে হোক বা নিজেরাই বলেন, অন্যভাবে ডিল করতে পারতো। কিন্তু তারা যেভাবে সেখানে লাঠিচার্জ করেছে, টিয়ারসেল ছুড়েছে, রাবার বুলেট ছুড়েছে; এগুলো খুবই অপ্রত্যাশিত ও দুঃখজন। এই কালচারগুলো আমাদের যারা জুলাইয়ের যোদ্ধা ছিল, তাদের সঙ্গে কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025