শনিবার, ২১ Jun ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করেছেন খামেনি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে: পুতিন দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ মিরপুরে ছাত্রলীগের ৪ কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার জামায়াত প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না: নূরুল ইসলাম বুলবুল দ্বীন কায়েমের প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের ওপর ফরজ: জামায়াত আমির সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই: নায়েবে আমীর ডা. তাহের সহাবস্থানের মডেল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শফিকুল ইসলাম ‘দেশকে দারিদ্র্যমুক্ত করতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’ শহীদদের দলীয়করণ করলে অবমূল্যায়ন করা হবে: ডা. জাহিদ

ভাষা শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল ঢাবি শিবিরের

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের কবর জিয়ারত ও দু’আ মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার বাদ ফজর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দু’আ মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এস এম ফরহাদ, সেক্রেটারি মহিউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক কাজী আশিকুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দু’আর পূর্বে সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ।

 

আলোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম দু’আ পরিচালনা করেন। দু’আ মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদের নেতৃত্বে ভাষা শহীদদের কবর জিয়ারত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, দু’আ শ্রেষ্ঠ উপহার। তাই দু’আর মাধ্যমেই ২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে আমরা ভাষা শহীদদের স্মরণ করছি।

পাশাপাশি শহীদদের কবর জিয়ারত করা আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক পরিচায়কও বটে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024