বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানায়, ‘গাজা সানবার্ডস, আলা আল-নাজ্জার এবং আনাস আল-শরীফ— এই তিনটি নৌযানে ইসরায়েলি সেনারা বেআইনিভাবে হামলা ও আটক করেছে। নৌযানগুলো সকালে গাজা উপকূল থেকে প্রায় ২২০ কিলোমিটার দূরে ছিল।
এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গাজামুখী নৌযানগুলোকে আটক করা হয়েছে।
মন্ত্রণালয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, ‘আইনগত নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি চেষ্টা ব্যর্থ হয়েছে। নৌযান ও যাত্রীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, গাজার দুর্ভিক্ষপীড়িত হাসপাতালগুলোতে পাঠানোর জন্য এসব নৌযানে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারের বেশি মূল্যের ওষুধ, শ্বাসযন্ত্রের সরঞ্জাম ও পুষ্টিকর খাদ্যসামগ্রী ছিল।
গত কয়েক মাসে ইসরায়েল একাধিক আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরকে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় পৌঁছাতে বাধা দিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে ইউরোপজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।