Editor Panel
- ২৬ সেপ্টেম্বর, ২০২৫ / ৬৪ Time View
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজের ১৮ ঘণ্টা পর মোহাইমিনুল ইসলাম (১৫) নামের এক নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত মোহাইমিনুল সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুভরাজপুর গ্রামের শিমুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ৪ বন্ধু মিলে ভৈরব নদে গোসল করতে নামে।
তাদের মধ্যে মোহাইমিনুল সাঁতার জানতো না। সে নদীর কুলে বসে থাকলেও এক পর্যায়ে পানিতে পড়ে যায়। তার সঙ্গীরা সঙ্গে সঙ্গে স্থানীয়দের খবর দিয়ে উদ্ধার চেষ্টা চালায়। টানা সাড়ে ৬ ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা উদ্ধার অভিযান চালালেও ব্যর্থ হন। পরে আজ শুক্রবার সকালে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ রিসকিউ টিম নদীতে তল্লাশি চালিয়ে মোহাইমিনুলের মরদেহ উদ্ধার করে।
মেহেরপুর সদর থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলে মনে হলেও যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।