রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু ১১ নভেম্বর পল্টন মোড়ে যৌথ সমাবেশ করবে ৮ দল ব্যবসার আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচার সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন পদত্যাগের পর ধানমন্ডিতে থাকবেন উপদেষ্টা আসিফ মাহমুদ আমরণ অনশন তারেক রহমানকে দেখতে যাচ্ছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য বিষয়ে গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩ মনোনয়ন পেয়ে আশার আলো দেখছেন ফজলুর রহমান নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা: আমীর খসরু

চাকসু নির্বাচনে খসড়া ব্যালট নম্বর প্রকাশ, প্রচারণা শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হলো। প্রার্থীরা এখন থেকে তাদের নির্ধারিত ব্যালট নম্বর ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।

নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী বলেন, প্রার্থীদের ডোপ টেস্টের ফলাফল বা অন্য কোনো অসঙ্গতি ধরা পড়লে তালিকা পরিবর্তন হতে পারে।

সে ক্ষেত্রে ব্যালট নম্বরও পরিবর্তন হতে পারে।বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৯০৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চাকসু নির্বাচনে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদ নির্বাচনে ৪৮৬ জন প্রার্থী রয়েছেন। খসড়া ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫২১ জন।

এর মধ্যে ছাত্র ১৬ হাজার ০৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।চাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৪ জন, ছাত্রী কল্যাণবিষয়ক সম্পাদক পদে ১৩ জন, সহ-ছাত্রীকল্যাণবিষয়ক সম্পাদক পদে ১০ জন, দপ্তর সম্পাদক পদে ১৭ জন, সহদপ্তর সম্পাদক পদে ১৪ জন, আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, সহযোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ জন এবং আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে ২০ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৫ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবনবিষয়ক সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ, পাঠাগার ও ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক পদে ২০ জন এবং ৫ নির্বাহী সদস্যের পদে ৮৫ জন প্রার্থী রয়েছেন।

আগামী ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে গণনা শুরু হবে এবং ফলাফল জানানো হবে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025